Home অপরাধমোহনগঞ্জে মুদি দোকানদারকে গলাকেটে হত্যা

মোহনগঞ্জে মুদি দোকানদারকে গলাকেটে হত্যা

by Akash
০ comments

নেত্রকোণার মোহনগঞ্জে এক মুদি দোকানদারকে গলাকেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বসুন্ধরা মোড় এলাকায় তাকে হত্যা করা হয়।

নিহত ব্যক্তির নাম নারায়ণ পাল (৪০)। তিনি উপজেলার রাউতপাড়া এলাকার নৃপেন্দ্র পালের ছেলে। বসুন্ধরা মোড়ে ‘নারায়ণ স্টোর’ নামে তার একটি মুদি দোকান রয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা দোকানের ভেতর রক্তাক্ত অবস্থায় নারায়ণ পালের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে গলাকেটে হত্যা করে দোকানের ভেতর ফেলে গেছে। হত্যার কারণ এখনো জানা যায়নি। তদন্ত চলছে।

You may also like

Leave a Comment