Home খেলামেসিকে নিয়ে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, বাদ অভিজ্ঞ কয়েকজন

মেসিকে নিয়ে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, বাদ অভিজ্ঞ কয়েকজন

by Akash
০ comments

অভিজ্ঞ গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে বিশ্রাম দিয়ে তরুণদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়ার পূর্ব-পরিকল্পনা অনুযায়ী, নভেম্বর উইন্ডোর জন্য আর্জেন্টিনা জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। এই দলে যথারীতি দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে, তবে তার খেলা এখনও নিশ্চিত নয়।

আগামী ১৪ নভেম্বর আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মতো আলবিসেলেস্তে জাতীয় দলে ডাক পেয়েছেন তিন তরুণ ফুটবলার— জোয়াকিন পানিচেল্লি, জিয়ানলুকা প্রেস্টিয়ানি এবং ম্যাক্সিমো পেরোনে।

তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এই প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার স্থানীয় ক্লাবগুলোয় খেলা ফুটবলারদের ডাকা হয়নি। ফেডারেশন এএফএ’র সভাপতি ক্লদিও তাপিয়া এবং কোচ স্কালোনির সম্মিলিত সিদ্ধান্তে এই উইন্ডোতে স্থানীয় ক্লাবগুলোর ক্ষতি এড়াতে লিয়েন্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), গঞ্জালো মন্টিয়েল, লাউতারো রিভেরো (রিভার প্লেট) এবং মার্কাস আকুনার মতো গত উইন্ডোতে খেলা পরিচিত মুখ অনুপস্থিত।

এছাড়া, তরুণ গোলরক্ষকদের সুযোগ দিতে এমিলিয়ানো মার্তিনেজের বদলে গোলবারের দায়িত্ব সামলাতে ডাকা হয়েছে জেরোনিমো রুলি ও ওয়াল্টার বেনিতেজকে। কার্ডজনিত কারণে আগের উইন্ডোতে না খেলা এনজো ফার্নান্দেজও এই দলে ফিরেছেন। ডিফেন্ডার ভ্যালেন্টিন বার্কোকেও দলে ফিরিয়েছেন স্কালোনি।

প্রথমবার ডাক পাওয়া তিন তরুণ:

জোয়াকিন পানিচেল্লি: ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার বর্তমানে ফরাসি ক্লাব স্ট্রাসবার্গের হয়ে খেলছেন। চলতি মৌসুমে তিনি লিগ ওয়ানের ১১ ম্যাচে ৯টি গোল করেছেন এবং উয়েফা কনফারেন্স লিগের অভিষেক ম্যাচেও গোল পেয়েছেন।

জিয়ানলুকা প্রেস্টিয়ানি: ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড পর্তুগিজ ক্লাব বেনফিকায় হোসে মরিনিয়োর অধীনে খেলেন এবং কিছুদিন আগে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আলবিসেলেস্তেদের হয়ে খেলেছেন।

ম্যাক্সিমো পেরোনে: ২২ বছর বয়সী মিডফিল্ডার পেরোনে ইতালিয়ান ক্লাব কোমোতে নিকো পাজের সতীর্থ হিসেবে খেলছেন। ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও গোলের সুযোগ তৈরিতে সক্ষমতার কারণে তাকে দলে ডেকেছেন স্কালোনি।

মেসির পাশাপাশি অভিজ্ঞদের মধ্যে রদ্রিগো ডি পল, ক্রিস্টিয়ান রোমেরো, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তালিয়াফিকো, নিকোলাস গঞ্জালেস ও জিওভান্নি লো সেলসোর মতো তারকারা স্কোয়াডে রয়েছেন।

আর্জেন্টিনার সম্পূর্ণ স্কোয়াড

গোলরক্ষক : জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ

ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা, জুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো

মিডফিল্ডার : অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরোনে, নিকোলাস পাজ

ফরোয়ার্ড : লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, জিওলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ, জিয়ানলুকা প্রেস্টিয়ানি, জোয়াকিন পানিচেল্লি

You may also like

Leave a Comment