Home আন্তর্জাতিকমার্কিন চাপে জর্জরিত ভেনেজুয়েলা, ৫ তেলবাহী জাহাজ জব্দ

মার্কিন চাপে জর্জরিত ভেনেজুয়েলা, ৫ তেলবাহী জাহাজ জব্দ

by Akash
০ comments

ভেনেজুয়েলার ওপর মার্কিন চাপ প্রয়োগের অংশ হিসেবে দেশটির তেলবাহী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এবার ক্যারিবীয় সাগরে দেশটির ৫ম তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরা।

শনিবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড।

তারা বলেছে, তাদের সেনারা ওলিনা নামে একটি তেলবাহী জাহাজ আটক করে। তবে কেন জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হলো তা বলা হয়নি।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, রুশ তেল পরিবহণের কারণে ওয়াশিংটন জাহাজটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের নথি অনুযায়ী, মিনার্ভা এম নামের আগের পরিচয়ে রুশ তেল পরিবহনের কারণে ওলিনা জাহাজটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, উত্তর আটলান্টিকে জব্দ করা ওই জাহাজের ক্রুদের বিরুদ্ধে কোস্টগার্ডের নির্দেশনা না মানার অভিযোগ তদন্ত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

উল্লেখ্য, গত বুধবার উত্তর আটলান্টিক থেকে রাশিয়ার পতাকাবাহী ‘ম্যানিরো’ ও ক্যারিবীয় সাগর থেকে ‘এম সোফিয়া’ নামের দুইটি জাহাজ জব্দ করা হয়। এর আগে, গত ডিসেম্বরে ‘স্কিপার’ ও ‘সেঞ্চুরিস’ নামের আরও দুটি জাহাজ জব্দ করেছিল মার্কিন বাহিনী।

You may also like

Leave a Comment