মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আহ্বায়ক কমিটি সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে দেশ ও জাতির সমঅধিকার নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে শিবালয় উপজেলার টেপড়া বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভা শেষে এক র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা হচ্ছে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দলিল। এই দফাগুলো বাস্তবায়ন করলে রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো সংস্কার হবে এবং রাজনৈতিক বৈষম্য দূর হবে। স্বৈরাচারী শাসনব্যবস্থার মাধ্যমে যেভাবে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, তা থেকে জাতিকে রক্ষা করতে হলে এই ৩১ দফার বিকল্প নেই।
ড. খোন্দকার আকবর হোসেন বাবলু জানান, তিনি মানিকগঞ্জ-১ আসনের তিনটি উপজেলায় ওয়ার্ড পর্যায়ে ৩১ দফা নিয়ে প্রচারাভিযান চালাচ্ছেন। দ্বারে দ্বারে গিয়ে সাধারণ মানুষের কাছে বিএনপির এই রূপরেখা তুলে ধরা হবে।
সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিদুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা কৃষক দলের আহ্বায়ক মো. সেলিম মিয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা বিএনপির সহসভাপতি কাজী আব্দুর রাজ্জাক, ঘিওর উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শফিউল আলম বিল্টু, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মাস্টার, মানিকগঞ্জ জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইউনুস আলী শিকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।
