Home বিনোদন‘ভারত খুবই বাজে রুচির পরিচয় দিয়েছে’

‘ভারত খুবই বাজে রুচির পরিচয় দিয়েছে’

by The Desh Bangla
০ comments

কট্টর হিন্দুত্ববাদীদের হুমকির কারণে মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্রীড়াঙ্গনে বইছে সমালোচনার ঝড়। এবার এ ঘটনায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। তার মতে, মুস্তাফিজকে বাদ দিয়ে খুবই বাজে রুচির পরিচয় দিয়েছে ভারত।

গতকাল রোববার (৪ জানুয়ারি) নিজের জন্মদিনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিশা সওদাগর মুস্তাফিজ ইস্যুতে ক্ষোভ উগরে দেন। অভিনয়ে আসার আগে নিজেও একজন খেলোয়াড় ছিলেন। সে স্মৃতি টেনে তিনি বলেন, ক্রিকেট তার হৃদয়ের খুব কাছের একটি জায়গা দখল করে আছে।

এ সময় মিশা সওদাগর বলেন, ‘মুস্তাফিজ একজন অসাধারণ ক্রিকেটার। তাকে আদর করা যায়, সম্মান করা যায়। মাশরাফির পর এত লম্বা সময় ধরে, এত সমৃদ্ধ ক্যারিয়ার কোনো ফাস্ট বোলারের নেই। তার চোখেমুখে অহংকারের লেশমাত্র নেই। তার মতো প্লেয়ারের সঙ্গে এমনটা মানা যায় না।’

তিনি আরও বলেন, ‘এই ছেলেটা যেখানেই খেলতে যায়, সেখানেই ফল দেয়। মাঝখানে একটু খারাপ সময় গেছে, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। এখন সে গ্লোবাল স্টার। শাহরুখ খানের দলে সুযোগ পাওয়া মানে শুধু ওর সম্মান না, আমাদের সবার সম্মান।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের ভূমিকার কঠোর সমালোচনা করে এই অভিনেতা বলেন, ‘রাজনীতি বা উগ্র মানসিকতার কারণে যারা খেলাধুলা আর সংস্কৃতির ওপর প্রতিবন্ধকতা তৈরি করল, তাদের ধিক্কার জানাই। মুস্তাফিজকে এভাবে বাদ দেওয়া খুবই বাজে রুচির পরিচয়।’

বলা দরকার, আইপিএলের আসরে শাহরুখ খানের মালিকানাধীন দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে শেষ পর্যন্ত সেই সুযোগ হাতছাড়া হয় তার।

You may also like

Leave a Comment