Home বিনোদন‘ভবিষ্যতে ইন্ডিয়ার বিপক্ষে ভারত খেলবে’

‘ভবিষ্যতে ইন্ডিয়ার বিপক্ষে ভারত খেলবে’

by The Desh Bangla
০ comments

কট্টর হিন্দুত্ববাদীদের হুমকির কারণে মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্রীড়াঙ্গনে বইছে সমালোচনার ঝড়। এবার এ ঘটনায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। তিনি মনে করেন, ভবিষ্যতে ইন্ডিয়ার বিপক্ষে ভারত ম্যাচ খেলবে।

গতকাল রোববার (৪ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে কুদ্দুস বয়াতি লিখেছেন, ‘একসময় ইন্ডিয়া কারো সঙ্গে ক্রিকেট খেলবে না, তারা নিজেরাই নিজেরাই খেলবে… যেমন ইন্ডিয়া বনাম ভারত।’

মোস্তাফিজুর রহমানকে আইপিএলের নিলামে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল। এরপর কট্টর হিন্দুত্ববাদীরা দাবি করেন, বাংলাদেশের বাঁ-হাতি পেসারকে ভারতের বিমানবন্দরে নামতে দেওয়া হবে না। শেষ পর্যন্ত উগ্র হিন্দুত্ববাদীদের চাপে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কেকেআরকে নির্দেশ দেয় মোস্তাফিজকে দল থেকে বাদ দিতে।

এই ঘটনার প্রেক্ষিতে বিসিবি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠানো সম্ভব নয়। শিগগিরই আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের দাবিও জানানো হবে।

You may also like

Leave a Comment