Home সারাদেশব্রাহ্মণপাড়া সীমান্তে পিকআপ বোঝাই ভারতীয় শাড়ি জব্দ

ব্রাহ্মণপাড়া সীমান্তে পিকআপ বোঝাই ভারতীয় শাড়ি জব্দ

by The Desh Bangla
০ comments

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পিকআপ বোঝাই বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করেছে। সোমবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে সুলতানপুর ৬০ বিজিবি এই শাড়িগুলো জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযান চালিয়ে একটি পিকআপসহ এসব শাড়ি উদ্ধার করা হয়েছে। জব্দ হওয়া এসব শাড়ির আনুমানিক সিজার মূল্য তিন কোটি টাকারও বেশি বলে বিজিবি জানিয়েছে।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, “সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে। সীমান্তবর্তী এলাকায় চোরাচালান দমনে বিজিবি শূন্য সহনশীল নীতি অনুসরণ করছে।”

জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

You may also like

Leave a Comment