Home খেলাবিসিবি নির্বাচনে অংশ নিতে নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন আব্দুর রাজ্জাক

বিসিবি নির্বাচনে অংশ নিতে নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন আব্দুর রাজ্জাক

by Akash
০ comments

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক। শনিবার (২৭ সেপ্টেম্বর) মিরপুরে বিসিবি কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে মনোনীত রাজ্জাক জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে পরিচালক পদে লড়াই করার জন্য মনোনয়নপত্র কিনেছেন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, কোনো নির্বাচক পরিচালক পদে নির্বাচন করতে পারেন না। তাই নিয়ম মেনে তিনি নির্বাচকের পদ থেকে পদত্যাগপত্র জমা দেন।

জাতীয় দলের হয়ে রাজ্জাক ১৩টি টেস্ট, ১৫৩টি ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। একসময় ওয়ানডেতে তার ২০৭ উইকেট দেশের রেকর্ড ছিল। ২০২১ সালের জানুয়ারিতে তিনি বিসিবির নির্বাচক কমিটিতে যোগ দেন।

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন।

You may also like

Leave a Comment