১৪
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোষাগারে বর্তমানে ১৩৯৮ কোটি টাকা রয়েছে। স্থায়ী আমানত, নগদ অর্থ ও ব্যাংকে জমা মিলিয়ে এ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান ইফতেখার মাহমুদ মিঠু। এছাড়া বিভিন্ন পক্ষের কাছে বোর্ডের আরও প্রায় ৪০ কোটি টাকা পাওনা রয়েছে।
তিনি জানান, বোর্ডের আর্থিক অবস্থা শক্তিশালী। বর্তমান কমিটি তাদের দায়িত্বের শেষ পর্যায়ে এসে প্রায় ১৪০০ কোটি টাকা রেখে যাচ্ছে।
এদিকে চলতি মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে অনিশ্চয়তা থাকলেও বিসিবি টার্গেট করেছে ডিসেম্বর-জানুয়ারিতে টুর্নামেন্ট আয়োজনের। ইফতেখার মাহমুদ মিঠু বলেন, “আমরা টার্গেট করেছি বিপিএল ডিসেম্বর-জানুয়ারিতে হবে। এর প্রস্তুতি শুরু হয়ে গেছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী বোর্ড।”
