Home বিনোদনবিয়ে করলেন অভিনেতা পার্থ শেখ, পাত্রী কে?

বিয়ে করলেন অভিনেতা পার্থ শেখ, পাত্রী কে?

by The Desh Bangla
০ comments

দীর্ঘদিনের প্রেম এবার পরিণয়ে পূর্ণতা পেল। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেতা পার্থ শেখ। তার জীবনসঙ্গিনী হলেন বহুদিনের চেনা প্রিয় মুখ সামিহা রহমান।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নাট্য নিমার্তা রাফাত মজুমদার রিংকু। তিনি বলেন, ‘আজ (বৃহস্পতিবার) বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় রাজধানীর নিকুঞ্জের একটি কনভেনশন সেন্টারে। যেখানে তাদের দুই পরিবারের সদস্য ছাড়াও শোবিজের অনেকেই উপস্থিত ছিলেন।

শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরে পার্থ-সামিহা সম্পর্কের গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল। সেই গুঞ্জন আরও জোরালা হয় নানাসময়ে সামাজিক মাধ্যমে প্রকাশ করা তাঁদের যুগল ছবির কারণে। 

২০১৭ সালে পরিচালক অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনের মাধ্যমে পার্থর শোবিজে যাত্রা শুরু হয়। অভিনয়ের খুঁটিনাটি শিখতে তিনি ২০২০ সালে ‘প্রাচ্যনাট’ থেকে কোর্স সম্পন্ন করেন। সম্প্রতি নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি তাকে ওয়েব সিরিজেও কাজ করছেন। অভিনয় দক্ষতাকে কাজে লাগিয়ে অল্প সময়ে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন। 

পার্থ অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে অনুতপ্ত, প্রথম প্রেমের গল্প, নিরুদ্দেশ, মেঘফুল, বড্ড মায়া লাগে, যে প্রেম হারায় দূরে, চিলেকোঠার সংসার, জানি তুমি আসবে।  

You may also like

Leave a Comment