রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, দীর্ঘদিন ধরে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বিভাজন সৃষ্টি করে আওয়ামী লীগ সরকার রাজনীতি করেছে, যা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্যের পরিপন্থি। একই দেশের নাগরিক হিসেবে বাংলাদেশের সব মানুষের অধিকার সমান। অতীতে সংখ্যালঘু ট্যাগ ব্যবহার করে আওয়ামী লীগ সরকার সনাতন ধর্মাবলম্বীদের কাছ থেকে রাজনৈতিক সুবিধা আদায় করেছে। আমরা বিভাজনের সেই রাজনীতি চাই না।
রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলায় জামায়াতের উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আজহারুল। গতকাল শুক্রবার দুপুরে স্থানীয় চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ বৈঠকে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ তিন শতাধিক মানুষ অংশ নেন। তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমির এসএম আলমগীর হোসেনের সভাপতিত্বে এ নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম ও শাহ রুস্তম আলী। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে হৃদয় চন্দ্র, দেবেন্দ্র নাথ, শ্যামল চন্দ্র ও নারায়ণ চন্দ্র নিজ নিজ মতামত তুলে ধরে বক্তব্য দেন।
