Home সারাদেশ‘বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো হবে’: জুয়েল

‘বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো হবে’: জুয়েল

by Akash
০ comments

বাংলাদেশের সাধারণ মানুষের জন্য প্রান্তিক পর্যায়ে মানসম্মত হাসপাতাল গড়ে ওঠেনি উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি আব্দুল কাদির ভুইয়া জুয়েল বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে স্বাস্থ্য খাতকে ঢেলে নতুন করে সাজানো হবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে নরসিংদীর বেলাব উপজেলার চর-উজিলাব ইউনিয়নের দেওয়ানের গ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।

জুয়েল বলেন, “উপজেলা পর্যায়ে কিছু হাসপাতাল থাকলেও ইউনিয়ন পর্যায়ে সেবার মান নেই বললেই চলে। এ অব্যবস্থাপনা থেকে সাধারণ মানুষকে মুক্ত করতে হবে।”

উক্ত ক্যাম্পে অর্থোপেডিক, সার্জারি, শিশু, গাইনি, চর্মসহ বিভিন্ন বিভাগে চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়। এই সেবায় ২৫ জন চিকিৎসক অংশ নেন এবং প্রায় দুই হাজার মানুষ চিকিৎসা গ্রহণ করেন।

এ ধরনের উদ্যোগে খুশি এলাকাবাসী জানান, গ্রামীণ অঞ্চলে এভাবে নিয়মিত চিকিৎসা সেবা পেলে তাদের ভোগান্তি অনেকটা কমে আসবে।

You may also like

Leave a Comment