Home রাজনীতিবিএনপিতে যোগ দিলেন সাবেক এনসিপি নেতা মীর আরশাদুল

বিএনপিতে যোগ দিলেন সাবেক এনসিপি নেতা মীর আরশাদুল

by The Desh Bangla
০ comments

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুর ২টায় গুলশানের বিএনপির চেয়ারপার্সনের অফিসে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন তিনি।

পরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে আবেদনপত্র দিয়ে বিএনপিতে যোগদান করে প্রাথমিক সদস্য হয়েছেন তিনি। বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এনসিপি মনোনীত প্রার্থী ছিলেন মীর আরশাদুল হক। এ ছাড়াও দলটির পরিবেশ সেলের প্রধান ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী ছিলেন। তিনি এনসিপির নির্বাহী কাউন্সিলের সদস্য ও দলটির মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। গত ২৫ ডিসেম্বর তিনি এক ফেসবুক পোস্টে এনসিপির সঙ্গে সব ধরনের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এবং বিএনপির প্রতি সমর্থন জানান।

জামায়াতের সঙ্গে এনসিপির জোটে ব্যক্তিগতভাবে সন্তুষ্ট নন বলে ওই পোস্টে লিখেছিলেন তিনি। পাশাপাশি দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানান।

You may also like

Leave a Comment