Home অর্থনীতিবিআইবিএমের মহাপরিচালক হলেন ড. এজাজুল ইসলাম

বিআইবিএমের মহাপরিচালক হলেন ড. এজাজুল ইসলাম

by Akash
০ comments

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর মহাপরিচালক (ডিরেক্টর জেনারেল) হিসেবে ড. মো. এজাজুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিআইবিএমে যোগদানের আগে তিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গ্রেড-১) হিসেবে কর্মরত ছিলেন এবং মুদ্রানীতি বিভাগের দায়িত্বে ছিলেন। তিনি মুদ্রানীতি কমিটি, বৈদেশিক মুদ্রা নিলাম কমিটি এবং মানি মার্কেট অপারেশন কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ ব্যাংকে তার কর্মজীবন তিন দশকেরও বেশি সময়ব্যাপী। এ সময়ে তিনি মুদ্রা ও সামষ্টিক অর্থনৈতিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন—যার মধ্যে মুদ্রানীতি ও রাজস্বনীতি, বিনিময় হার নীতি এবং সুদের হার নীতিসহ বিভিন্ন নীতিক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি মুদ্রানীতি কাঠামো আধুনিকীকরণে নেতৃত্ব দেন এবং ইন্টারেস্ট রেট করিডর চালু, পাশাপাশি তারল্য ব্যবস্থাপনা ও মানি মার্কেট অপারেশনের উপকরণ ও কার্যক্রম সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ড. ইসলাম দেশি ও বিদেশি রেফারিড জার্নালে অর্থ, ঋণ, দেনা, বিনিময় হার, ব্যাংকিং, সুদের হারসহ আর্থিক ও সামষ্টিক অর্থনৈতিক বিষয়ে ৩৫টিরও বেশি প্রবন্ধ প্রকাশ করেছেন। তিনি মুদ্রা অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে তিনি বাংলাদেশ ব্যাংক গোল্ড মেডেল ‘এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড’ লাভ করেন।

ব্যাংকিং ও আর্থিক খাতে দক্ষতা উন্নয়ন, গবেষণা এবং নেতৃত্ব বিকাশে বিআইবিএম-এর কার্যক্রম আরও জোরদারে ড. ইসলামের দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রতিষ্ঠানটি আশা করছে।

You may also like

Leave a Comment