Home খেলাবার্সার কাছে হারের পর রিয়াল ছাড়লেন আলোনসো

বার্সার কাছে হারের পর রিয়াল ছাড়লেন আলোনসো

by Akash
০ comments

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারের এক দিন পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে রিয়াল মাদ্রিদের কোচের পদ ছাড়লেন জাভি আলোনসো। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লা লিগার এই ক্লাব।

বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ‘জাবি আলোনসো সব সময়ই রিয়াল মাদ্রিদের সমর্থকদের ভালোবাসা ও শ্রদ্ধা পাবেন। তিনি একজন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি এবং সব সময় ক্লাবের মূল্যবোধকে প্রতিনিধিত্ব করেছেন। রিয়াল মাদ্রিদ সব সময়ই তার ঘর।’

ক্লাব আরও জানায়, দ্বিতীয় দলের কোচ ও সাবেক ডিফেন্ডার আলভারো আরবেলোয়া এখন থেকে প্রথম দলের দায়িত্ব সামলাবেন।

নিয়োগের সাত মাসের একটু বেশি সময়ের মধ্যেই আলোনসোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল রিয়াল। সব প্রতিযোগিতায় হতাশাজনক ফলই এর মূল কারণ।

গত মে মাসে বায়ার লেভারকুজেনে দারুণ সাফল্যের পর তিন বছরের চুক্তিতে আলোনসোকে কোচ হিসেবে ফিরিয়ে এনেছিল রিয়াল। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে তার অধ্যায় দ্রুতই শেষ হয়।

২০২৩-২৪ মৌসুমে লেভারকুজেনকে ইতিহাস গড়া অপরাজিত অভিযান চালিয়ে বুন্দেসলিগা জেতানো, জার্মান কাপ জয় এবং ইউরোপা লিগের ফাইনালে তোলার কৃতিত্ব ছিল আলোনসোর। সেই সাফল্যের ধারাবাহিকতায় তাকে রিয়ালের কোচ করা হয়।

কিন্তু সাবেক আরেক রিয়াল মিডফিল্ডার জিনেদিন জিদানের মতো সাফল্য তিনি ফিরিয়ে আনতে পারেননি। জিদান কোচ হিসেবে রিয়ালকে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছিলেন।

আলোনসোর মেয়াদজুড়ে ড্রেসিংরুমে অস্থিরতার খবরও ছিল। সহ-অধিনায়ক ফেদেরিকো ভালভের্দে ও উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে তার মতবিরোধের খবর প্রকাশ পায়।

তার অধীনে রিয়ালের হতাশাজনক পারফরম্যান্সের মধ্যে ছিল ক্লাব বিশ্বকাপে পিএসজির কাছে বড় হার, লা লিগায় অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে পরাজয় এবং চ্যাম্পিয়নস লিগে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির কাছে হার।

আলভারো আরবেলোয়া সঙ্গে সঙ্গেই দায়িত্ব নেবেন এবং বুধবার কোপা দেল রে’র শেষ ষোলোর ম্যাচে দ্বিতীয় বিভাগের দল আলবাসেতের বিপক্ষে রিয়ালের ডাগআউটে থাকবেন।

মৌসুমের শুরুতে বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে লা লিগার শীর্ষে ছিল আলোনসোর দল। কিন্তু এরপর ধস নেমে এখন তারা দ্বিতীয় স্থানে, গত মৌসুমের চ্যাম্পিয়ন বার্সার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে।

আলোনসোর নিয়োগকে দীর্ঘমেয়াদি প্রকল্প হিসেবে দেখা হলেও, উচ্চ মানদণ্ডে ব্যর্থ হওয়ায় ক্লাবের অধৈর্যতারই প্রতিফলন ঘটেছে এই সিদ্ধান্তে।

৪৪ বছর বয়সী আলোনসো খেলোয়াড় হিসেবে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রিয়ালের হয়ে ২৩৬ ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি একটি লা লিগা, দুটি কোপা দেল রে এবং ক্লাবের বহুল প্রতীক্ষিত দশম ইউরোপিয়ান শিরোপা জেতেন।

কোচিং ক্যারিয়ারও শুরু করেন রিয়ালের একাডেমিতে। ২০১৮–১৯ মৌসুমে অনূর্ধ্ব–১৪ দলকে লিগ ও টুর্নামেন্ট জেতানোর পর রিয়াল সোসিয়েদাদের রিজার্ভ দল এবং পরে লেভারকুজেনের কোচ হন।

নতুন কোচ আলভারো আরবেলোয়া জুন ২০২৫ থেকে রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার দায়িত্বে ছিলেন এবং ২০২০ সাল থেকে ক্লাবের যুব একাডেমিতেই তাঁর পুরো কোচিং ক্যারিয়ার কেটেছে।

খেলোয়াড় হিসেবে ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত রিয়ালের অন্যতম সফল সময়ে খেলেছেন আরবেলোয়া। ২৩৮ ম্যাচে তিনি জিতেছেন আটটি শিরোপা, যার মধ্যে দুটি চ্যাম্পিয়নস লিগও রয়েছে।

এ ছাড়া তিনি স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ ও দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা দলে ছিলেন। জাতীয় দলের হয়ে খেলেছেন ৫৬টি ম্যাচ।

You may also like

Leave a Comment