বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনে সহায়তার কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান।
বৈঠক শেষে সারাহ কুক বলেন, “আগামী বছর বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করেছি।” তিনি বলেন, যুক্তরাজ্য নির্বাচন কমিশনকে সহায়তা করতে চায়, বিশেষ করে দুর্বল গোষ্ঠীগুলোর জন্য ভোটার শিক্ষা এবং ভোটগ্রহণ কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে। এই বিষয়ে আলোচনা করার জন্যই আজ তারা বৈঠকে বসেছিলেন।
অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে তিনি বলেন, যুক্তরাজ্য আগামী বছর একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে সমর্থন করছে।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
