যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলি সরকার। দেশটির মন্ত্রীরা অধিকৃত পশ্চিম তীরের উপর সার্বভৌমত্ব আরোপের হুমকি দিয়েছেন। রবিবার এ হুমকি দেন তারা, জানিয়েছে আল-জাজিরা অনলাইন।
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির বলেছেন, “ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি খুনিদের জন্য পুরস্কার। এর তাৎক্ষণিক পাল্টা ব্যবস্থা: অধিকৃত পশ্চিম তীরে সার্বভৌমত্বের তাৎক্ষণিক প্রয়োগ এবং ফিলিস্তিনি সন্ত্রাসী কর্তৃপক্ষের সম্পূর্ণ ধ্বংস।”
তিনি আরও জানান, আসন্ন সরকারি বৈঠকে তিনি সার্বভৌমত্ব প্রয়োগের জন্য একটি প্রস্তাব উত্থাপন করবেন।
অন্যদিকে সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী মিকি জোহর এই হুমকির প্রতিধ্বনি করে বলেন, “ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি ইহুদি-বিদ্বেষ এবং ইসরায়েলের প্রতি ঘৃণার গন্ধযুক্ত একটি অর্থহীন ঘোষণা।”
তার মতে, এই ঘোষণার একমাত্র সঠিক প্রতিক্রিয়া হলো জুডিয়া, সামেরিয়া এবং জর্ডান উপত্যকার উপর ইসরায়েলি সার্বভৌমত্ব প্রয়োগ।
বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা দেশগুলোর সাম্প্রতিক এই স্বীকৃতি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে।
