Home রাজনীতিনোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয় উদ্বোধন

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয় উদ্বোধন

by Akash
০ comments


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এই প্রথম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয় উদ্বোধন করা হলো। দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে হরণী ও চানন্দী ইউনিয়নে দুইটি কার্যালয় উদ্বোধন করেন।

অফিস উদ্বোধনকালে আব্দুল হান্নান মাসউদ বলেন, “বিভিন্ন সমস্যার সমাধান এই অফিস থেকে হবে ইনশাআল্লাহ। গরিব-দুঃখী মানুষ একটা সেবার ঠিকানা পেল। তারা আইনি সহযোগিতা ও সব সামাজিক সহযোগিতা পাবে ইনশাআল্লাহ।”

তিনি কর্মীদের প্রতি আহ্বান জানান, মানুষ যেন আশাহত হয়ে ফিরে না যায়। কারণ, আশাহত হয়ে ফিরে গেলে তারা ক্ষমতাবানদের দিকে ঝুঁকবে।

হান্নান মাসউদ আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির অফিস গতানুগতিক অফিসগুলোর মতো হবে না। এটি হবে “সভ্য মানুষের জায়গা”। তিনি বলেন, এখানে মুরুব্বিরা বসবে, চা খাবে, সমাজ নিয়ে আলোচনা করবে, টকশো দেখবে ও সংবাদ দেখবে। তবে এখানে ক্যারাম বোর্ড কিংবা মুভি দেখা চলবে না।

দেশের রাজনীতিতে একটি বড় শক্তির উদ্ভব ঘটতে যাচ্ছে উল্লেখ করে হান্নান মাসউদ বলেন, বড় দলগুলোর প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে তিনি এনসিপি’র দ্রুত অগ্রগতি বোঝানোর চেষ্টা করেন। তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠার ২৪ বছর পর সরকার গঠনের সুযোগ পেয়েছিল, আর বিএনপি সরকারে থাকা সত্ত্বেও পুনরায় ক্ষমতায় আসতে ১১ বছর লেগেছিল।

কিন্তু জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিষ্ঠার এক বছরের মধ্যে দেশের ৩০০ আসনের শ্রমিক, মজুর প্রত্যেকের কানে কানে পৌঁছে গেছে। তিনি বলেন, “প্রত্যেকে জানে বাংলাদেশে আরেকটি শক্তি আছে যেটার নাম এনসিপি। এটা আমাদের শক্তি।”

হান্নান মাসউদ আরও বলেন, “আপনারা আমাদের হিসাব করেন ৫০ বছরের পুরানো দল বিএনপির সঙ্গে, ৭০-৮০ বছরের পুরানো দল জামায়াতের সঙ্গে ও ৭০ বছরের পুরানো দল আওয়ামী লীগের সঙ্গে। আরে ভাই আমরা মাত্র জন্ম নেওয়া চার বছরের একটা শিশু মাত্র। এখনই বিএনপি ভয় পাচ্ছে, জামায়াত ভয় পাচ্ছে, আওয়ামী লীগ ভয় পাচ্ছে—তাহলে বুঝে নিতে হবে এনসিপি কত বড় শক্তি হতে যাচ্ছে।”

এ সময় অন্যদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলা সমন্বয় কমিটি প্রধান সমন্বয়কারী হেডমাস্টার শামছল তিব্রিজ, যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন, শ্রমিক উংয়ের নোয়াখালী জেলার সংগঠক ডা. আবুল হাশেম, বাগছাসের কেন্দ্রীয় যুগ্ন আহ্বায়ক হাফিজুর রহমান, হাতিয়া উপজেলার যুবশক্তির প্রতিনিধি ইউসুফ রেজা, নুরে আলম রিপনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment