আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি পূর্বনির্ধারিত তারিখের থেকে এগিয়ে আনা হয়েছে। দাওরায়ে হাদিসসহ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিতব্য বিভিন্ন শ্রেণির বোর্ড পরীক্ষা নতুন তারিখে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) বেফাকের খাস কমিটির সভায় এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়। বেফাকুল মাদারিসিল আরাবিয়ার প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী জানান, পরীক্ষা বিভাগ প্রস্তাবনার ভিত্তিতে বোর্ড পরীক্ষা ১৭ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হয়ে ২৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। মোট আট দিন চলবে পরীক্ষা।
এর পাশাপাশি দাওরায়ে হাদিস (তাকমীল) পরীক্ষাও নতুন সময়সূচি অনুযায়ী ২৭ জানুয়ারি ২০২৬ থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় সকাল ৮টা থেকে ১১টা ৩০ মিনিট এবং অন্যান্য দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে।
বেফাক ও আল-হাইআতুল উলয়ার উভয় বোর্ডের এই সময়সূচি পরিবর্তনের মূল উদ্দেশ্য, নির্বিঘ্নে পরীক্ষা আয়োজন করা এবং শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, বিশেষ করে নির্বাচনকালীন পরিস্থিতি বিবেচনায় রেখে।
