Home রাজনীতিনিখোঁজ ‘বৈষম্যবিরোধী’ নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার

নিখোঁজ ‘বৈষম্যবিরোধী’ নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার

by Akash
০ comments

জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদ পাঁচদিনের নিখোঁজ থাকার পর পূর্বাচল থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় পূর্বাচলের ১ নম্বর সেক্টরের জামে মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

তুরাগ থানার এসআই সাদিক রহমান জানান, ‘আমরা খবর পেয়ে ওই স্থান থেকে তাকে উদ্ধার করেছি। এরপর তাকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রীর হাসপাতালে নেওয়া হয়েছে। ইতোমধ্যে পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে। তারা হাসপাতালে আসছেন।’

পরিবারের পক্ষ থেকে শুক্রবার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিখোঁজ মাওলানার সন্ধান দাবি করে পরিবারের সদস্যরা অনুরোধ করেন, ২৪ ঘণ্টার মধ্যে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।

মাওলানার স্ত্রী খাদিজা বলেন, ‘পাঁচ দিন ধরে আমার স্বামীকে পাচ্ছি না। আমাদের সন্তানরা সারাক্ষণ তার খোঁজে আছে। মাদরাসা পরিচালনাও বন্ধ হওয়ার উপক্রম। আমি চাই সরকার যেন আমাকে সাহায্য করে। আমার স্বামীকে জুম্মার দিনেও না পেলে আমরা অসহায় হয়ে পড়ব।’

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর সকালে পাঞ্জাবি-পায়জামা পরিহিত অবস্থায় বাসা থেকে বের হন মাওলানা মামুন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

You may also like

Leave a Comment