Home সারাদেশধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ পুকুরে, নিহত ২

ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ পুকুরে, নিহত ২

by Akash
০ comments

ঢাকার ধামরাইয়ে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের পুকুরে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সোমবার সকালে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন—উপজেলার দেপাশাই এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে মনির হোসেন এবং চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে মনির।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, রাতে আশুলিয়ার জামগড়া থেকে মুরগির খাবার নিয়ে ধামরাইয়ের ধানতারা বাজারে ডেলিভারি দিতে যায় পিকআপটি। ডেলিভারি শেষে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় এবং পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘‘নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’’

You may also like

Leave a Comment