কাতারে ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়ে আরব ও মুসলিম দেশগুলো এক যৌথ ঘোষণায় বলেছে, এ ধরনের হামলা আঞ্চলিক শান্তি প্রক্রিয়ার জন্য বড় ধাক্কা। সোমবার (১৫ সেপ্টেম্বর) দোহায় অনুষ্ঠিত আরব-ইসলামিক সম্মেলনে গৃহীত ঘোষণায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা এবং এর বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দোহাকে পূর্ণ সমর্থন জানিয়ে কাতারের সংযমী অবস্থানকে প্রশংসা করা হয়।
এর আগের দিন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়। কাতারের নিরাপত্তাকে আরব-ইসলামি বিশ্বের অবিচ্ছেদ্য অংশ হিসেবেও ঘোষণা দেওয়া হয়।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি ইসরায়েলের কর্মকাণ্ডকে “রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ” হিসেবে অভিহিত করেন।
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর দোহায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে যাওয়া হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালায়। এ ঘটনায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। জাতিসংঘসহ বিভিন্ন দেশও এ হামলার নিন্দা জানিয়েছে।
সূত্র: আল-জাজিরা
