Home সারাদেশদেশের আট বিভাগে বৃষ্টি, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

দেশের আট বিভাগে বৃষ্টি, কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা

by Akash
০ comments

দেশের আট বিভাগেই আজ দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি)। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী তিন দিন (৮–১০ অক্টোবর) পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

চতুর্থ দিন (১১ অক্টোবর) বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যাবে। এদিনও দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের কয়েকটি বিভাগে হালকা বৃষ্টি হতে পারে।

পঞ্চম দিন (১২ অক্টোবর) থেকে বৃষ্টিপাতের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে।

একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯%, দক্ষিণ/দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮–১২ কিমি বেগে বাতাস প্রবাহিত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে শ্রীমঙ্গলে (৪০ মি.মি.), এরপর বরিশালে ৩৫ মি.মি. এবং বান্দরবানে ২৯ মি.মি.

দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে (৩৪.০° সে.), আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় (২২.৮° সে.)।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে, সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫৩ মিনিটে।

You may also like

Leave a Comment