Home আন্তর্জাতিকদুর্নীতিবিরোধী অভিযানের মুখে জেলেনস্কির শীর্ষ উপদেষ্টার পদত্যাগ

দুর্নীতিবিরোধী অভিযানের মুখে জেলেনস্কির শীর্ষ উপদেষ্টার পদত্যাগ

by Akash
০ comments

দুর্নীতিবিরোধী অভিযানের মুখে পদত্যাগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শীর্ষ উপদেষ্টা এবং চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক। রাশিয়ার পূর্ণমাত্রার যুদ্ধের সময় জেলেনস্কির সবচেয়ে ঘনিষ্ঠ ও রাজনৈতিকভাবে প্রভাবশালী এই উপদেষ্টার পদত্যাগ ইউক্রেনের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

রাষ্ট্রীয় পারমাণবিক বিদ্যুৎ কোম্পানি ‘এনারগোআটম’ নিয়ে হওয়া দুর্নীতি তদন্তের অংশ হিসেবে শুক্রবার (২৮ নভেম্বর) জেলেনস্কির প্রধান সহকারী আন্দ্রি ইয়ারমাকের বাসভবনসহ বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালায় দেশটির জাতীয় দুর্নীতিবিরোধী ব্যুরো (এনএবিইউ)।

এনএবিইউ এবং স্পেশাল অ্যান্টি-কর‌াপশন প্রসিকিউটরস অফিস (এসএপিও) প্রায় ১৫ মাস ধরে এই দুর্নীতির মামলা তদন্ত করছে। এটি গত আড়াই বছরের মধ্যে ইউক্রেনে শুরু হওয়া সবচেয়ে বড় দুর্নীতিবিরোধী তদন্ত অভিযান।

তদন্তকারীরা জানিয়েছেন, এনারগোআটমের চুক্তিগুলোতে ঠিকাদারদের কাছ থেকে প্রতিটি চুক্তির ১০ থেকে ১৫ শতাংশ ঘুষ নেওয়া হতো। এভাবে প্রায় ১০০ মিলিয়ন ডলার (দশ কোটি ডলার) বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এনএবিইউ এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় ৪ বিলিয়ন ইউরোর বেশি বার্ষিক আয়ের একটি কৌশলগত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ কিছু বহিরাগত ব্যক্তির হাতে ছিল, যাদের কোনো আনুষ্ঠানিক পদ বা ক্ষমতা ছিল না। অভিযোগ উঠেছে, রুশ হামলায় বিদ্যুৎ স্থাপনাগুলোর প্রতিরক্ষা-কাজে নিয়োজিত ঠিকাদারদের কাছ থেকেও ঘুষ নেওয়া হয়েছে।

দুর্নীতির ঘটনা তদন্তে যাকে মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে, তিনি হলেন ব্যবসায়ী তিমুর মিনদিচ, যিনি প্রেসিডেন্ট জেলেনস্কির সাবেক ব্যবসায়িক অংশীদার ও ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

শীর্ষ উপদেষ্টার পদত্যাগের পর প্রেসিডেন্ট জেলেনস্কি জাতির উদ্দেশ্যে এক কঠোর ভাষণে ঐক্যের আহ্বান জানিয়েছেন।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘‘আমরা সবকিছু হারানোর ঝুঁকিতে আছি: নিজেদের, ইউক্রেন এবং আমাদের ভবিষ্যত।’’

কয়েক সপ্তাহ ধরেই এই দুর্নীতি কেলেঙ্কারির কারণে ইউক্রেনে বেশ অস্থিতিশীলতা বিরাজ করছে, যা এই নাজুক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির আলোচনার অবস্থানকে বিপন্ন করে তুলতে পারে। ইয়ারমাক সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে নতুন অভিযানের জন্য গুরুত্বপূর্ণ আলোচনার নেতৃত্ব দেওয়ার জন্য নিযুক্ত হয়েছিলেন।

তথ্যসূত্র: বিবিসি।

You may also like

Leave a Comment