Home বিনোদনদুই দশকের সাফল্য অপ্রতিদ্বন্দ্বী জিয়াউল ফারুক অপূর্ব

দুই দশকের সাফল্য অপ্রতিদ্বন্দ্বী জিয়াউল ফারুক অপূর্ব

by The Desh Bangla
০ comments

বাংলাদেশের নাট্যাঙ্গনে সফল পথচলা জিয়াউল ফারুক অপূর্বর। দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। প্রজন্ম বদলেছে, কিন্তু অপূর্বর জনপ্রিয়তা কমেনি এতটুকুও। তার অভিনীত নতুন নাটক, ওয়েব ফিল্ম কিংবা সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন দর্শক। দেশীয় নাটকে নিজের মেধা, শ্রম আর যোগ্যতা দিয়ে তিনি এমন এক অবস্থান তৈরি করেছেন, যেখানে তার কোনো বিকল্প তৈরি হয়নি।

লিখেছেন- ফয়সাল আহমেদ

শুরুর গল্প ও সাফল্যের সিঁড়ি

অপূর্বর মিডিয়ায় যাত্রা শুরু হয়েছিল ২০০২ সালে ‘ইউ গট দ্য লুকস’ প্রতিযোগিতায় ‘মিস্টার বাংলাদেশ’ খেতাব জয়ের মধ্য দিয়ে। প্রখ্যাত নির্মাতা অমিতাভ রেজার নির্দেশনায় বিজ্ঞাপনে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করলেও ২০০৬ সালে গাজী রাকায়েতের ‘বৈবাহিক’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

‘বড় ছেলে’ ও কালজয়ী কাজসমূহ

অপূর্বর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ধরা হয় মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’ নাটকটিকে। মেহজাবীন চৌধুরীর বিপরীতে এই নাটকে তার অভিনয় দেশ-বিদেশে অবিশ্বাস্য সাড়া ফেলেছিল। এ ছাড়া তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে ‘রমিজের আয়না’, ‘এক্স ফ্যাক্টর’, ‘ভালোবাসার চতুষ্কোণ’, ‘বিনি সুতোর টান’, ‘পাশের বাসার ছেলেটা’, ‘মন দরিয়া’, ‘পথে হলো দেরী’ প্রভৃতি। চলচ্চিত্র ও ওয়েব : তার প্রথম সিনেমা ‘গ্যাংস্টার রিটার্নস’। ওটিটি প্ল্যাটফর্মেও তিনি দেখিয়েছেন মুনশিয়ানা। ‘মায়া শালিক’, ‘যদি কিন্তু তবুও’ ওয়েব ফিল্ম এবং ‘বুকের মধ্যে আগুন’ ও ‘গোলাম মামুন’-এর মতো সিরিজ দিয়ে তিনি নতুন করে নিজেকে চিনিয়েছেন।

সহশিল্পীদের ‘অপূর্ব ভাই’

অপূর্ব শুধু দর্শকদের কাছেই নন, সহশিল্পীদের কাছেও এক আস্থার নাম। সিনিয়র থেকে জুনিয়র- সব শিল্পীর কাছেই তিনি অত্যন্ত অমায়িক ও সহযোগিতাপরায়ণ। তার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকেন নবীন-প্রবীণ অভিনয়শিল্পীরা। কাজের প্রতি তার একনিষ্ঠতা এবং সহকর্মীদের প্রতি সম্মান তাকে ইন্ডাস্ট্রিতে ‘লিডার’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ব্যক্তিগত জীবন ও প্রাপ্তি

ব্যক্তিজীবনে অপূর্ব এক পুত্র ও এক কন্যা

সন্তানের জনক। কয়েক বছর আগে তার বাবা ইন্তেকাল করলেও মায়ের দোয়ায় এবং

ভালোবাসায় তিনি এগিয়ে চলেছেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি

অসংখ্যবার শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননায় ভূষিত হয়েছেন।

দর্শকদের প্রতি কৃতজ্ঞতা

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অপূর্ব তার এই দুই দশকের পথচলা নিয়ে বলেন, ‘মহান আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে সুস্থ রেখেছেন। কৃতজ্ঞতা আমার বাবা-মায়ের প্রতি এবং বাংলা ভাষাভাষী সব দর্শকের প্রতি, যারা বছরের পর

বছর আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন। আমার

সব সহশিল্পী, পরিচালক, প্রযোজক এবং গণমাধ্যমকর্মীদের প্রতি আমি ঋণী। আগামীতে আরও ভালো কাজ উপহার দেওয়ার

চেষ্টা করব।’

You may also like

Leave a Comment