Home বিনোদনদর্শকদের ভালোবাসা নতুন নতুন চ্যালেঞ্জ নিতে উৎসাহিত করে

দর্শকদের ভালোবাসা নতুন নতুন চ্যালেঞ্জ নিতে উৎসাহিত করে

by Akash
০ comments

জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এখন ছোটপর্দার পাশাপাশি কাজ করছেন ওটিটিতে। নতুন বছরের পরিকল্পনা আর বর্তমান ব্যস্ততা নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন ফয়সাল আহমেদ

২০২৬ সাল শুরু হলো। নতুন বছরে কী লক্ষ্য ঠিক করেছেন?

নতুন বছরে আমার সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো- পুরনো ভুল আর নতুন করে করব না। অভিনয়জীবন থেকে শুরু করে ব্যক্তিজীবনে অনেক সময় অনেক ভুল করেছি, যা আমাকে পিছিয়ে দিয়েছে। এবার সেসব কাটিয়ে উঠতে চাই। আমি চাই আমার সামনের যাত্রাটা যেন আরও মসৃণ হয়। মানুষের তো ভুল হয়ই, কিন্তু একই ভুল বারবার করা বোকামি। আমি সেই ভুলের সংখ্যাটা এবার কমিয়ে আনতে চাই।

এগুলো আসলে কেমন ভুল? কাজ নিয়ে, নাকি ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে?

দুটিই। যেমন- কিছু মানুষ আছে যারা ক্ষতি করেছে, তাদের সঙ্গে আর মিশতে চাই না। আবার কাজের ক্ষেত্রেও কিছু ভুল সিদ্ধান্ত ছিল, যেগুলো হয়তো ক্যারিয়ারে ইতিবাচক ইমপ্যাক্ট ফেলেনি। এবার প্রতিটি কাজ খুব গুছিয়ে করতে চাই, যেন দিনশেষে কাজের একটা ইমপ্যাক্ট থাকে।

বর্তমানে আপনার কোন নাটকগুলো নিয়ে দর্শকরা বেশি আলোচনা করছেন?

সম্প্রতি বেশ কিছু নাটকে কাজ করেছি। যেমন- নাজনীন নীহার সঙ্গে ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, তটিনীর সঙ্গে ‘বিয়ের হাঙ্গামা’, সাফা কবিরের সঙ্গে ‘ভুল কি শুধু আমার’। এই কাজগুলো থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। এ ছাড়া ‘ব্যাচেলর পয়েন্ট-৫’ নিয়ে তো ভক্তদের সব সময়ই একটা আলাদা উন্মাদনা থাকে। দর্শকদের এই ভালোবাসা আমাকে নতুন নতুন চ্যালেঞ্জ নিতে উৎসাহিত করে।

ছোট পর্দা, ওটিটিতে নিয়মিত কাজ করছেন, বড় পর্দা নিয়ে পরিকল্পনা কী?

২০২৬ সালে আমি অনেকটা সময় এক্সপেরিমেন্ট করতে চাই; ওটিটির ক্ষেত্রে হোক বা বড় কোনো মাধ্যমই হোক। আমি চাই ভিন্নধর্মী কাজ করতে। দর্শকরা আমাকে যে ভিন্ন ধারার কাজের জন্য পছন্দ করেন, সেই ধারাটা বজায় রাখার চেষ্টা করছি। বড় পর্দার ব্যাপারে আপাতত এটাই বলব- অপেক্ষা করুন, ভালো কিছু চমক থাকবেই।

আপনি অনেক নবাগত অভিনেত্রীর প্রথম কাজের সহশিল্পী হিসেবে পরিচিত। এই বিষয়টি কেমন লাগে?

এটা দারুণ এক অনুভূতি! আমি আসলে অনেক অভিনেত্রীর প্রথম কাজের অংশ হতে পেরেছি। তারা যখন আজ ভালো করছে, তখন গর্ব বোধ হয়। নতুনদের সঙ্গে কাজ করলে একটা আলাদা এনার্জি পাওয়া যায়।

You may also like

Leave a Comment