Home রাজনীতি“তারেক রহমানের ভোটাধিকার নিয়ে প্রশ্ন অবান্তর”: অ্যাটর্নি জেনারেল

“তারেক রহমানের ভোটাধিকার নিয়ে প্রশ্ন অবান্তর”: অ্যাটর্নি জেনারেল

by Akash
০ comments

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না—এ প্রশ্ন অবান্তর। তিনি যুক্তি দিয়ে বলেন, যেহেতু তিনি ভোট দিতে চেয়েছেন, সেহেতু ধরে নেওয়া যায় তিনি বাংলাদেশের নাগরিক ও বৈধ ভোটার।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ মাঠে হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

তিনি আরও বলেন, “জুলাই গণহত্যার বিচার চলমান রয়েছে। দ্রুত ট্রায়াল শেষ করার জন্য যা যা প্রয়োজন, আমরা সবই করেছি। বিচার বিলম্বিত বা বিঘ্নিত করার কোনো সুযোগ নেই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৈলকুপা উপজেলা হাজী কল্যাণ সংস্থার সভাপতি আলহাজ্ব মো. লুৎফর রহমান টুলু। এতে উপজেলার বিভিন্ন এলাকার মুসল্লিরা অংশ নেন। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাতও করা হয়।

You may also like

Leave a Comment