২০১১ সালে চট্টগ্রামে এক নারীর গায়ে কেরোসিন দিয়ে আগুনে জ্বালিয়ে তাকে পুড়িয়ে মারা হয়েছিল। ঘটনাটি সারাদেশে তোলপাড় সৃষ্টি করেছিল। সেই সত্য ঘটনা কেন্দ্র করে নির্মিত হচ্ছে সিনেমা ‘ট্রাইব্যুনাল’। এটি নির্মাণ করছেন সিনেমাটোগ্রাফার, চিত্রনাট্যকার ও নির্মাতা রায়হান খান। আর এতে এবার যুক্ত হলেন দেশের শক্তিমান অভিনেতা তারিক আনাম খান।
নারী নির্যাতন, দীর্ঘ বিচারপ্রক্রিয়া এবং ন্যায়বিচারের জন্য নীরব লড়াইকে কেন্দ্র করেই এগিয়ে যাবে সিনেমার গল্প। নির্মাতা বলছেন, বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে এটি হতে যাচ্ছে বাংলাদেশের শক্তিশালী কোর্টরুম ড্রামা।
বলা দরকার, সিনেমাতে প্রধান চার চরিত্রে থাকছেন চার অভিনেত্রী। তারা হলেন- নুসরাত ফারিয়া, তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ এবং সায়রা আক্তার জাহান। এই নায়িকাদের নিয়ে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
এদিকে, সম্প্রতি সিনেমার শুটিংয়েও অংশ নিয়েছেন তারিক আনাম খান। এতে তার চরিত্রের নাম গিয়াস। চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে হচ্ছে এর শেষ অংশের শুটিং।
তারিক আনাম খান বলেন, ‘রায়হান খান তো আমাদের ইন্ডাস্ট্রির একজন সম্পদ। তার ক্যামেরায় বহু ভালো ভালো কাজ হয়েছে। তার লেখা “মৃধা বনাম মেধা”তেও আমি ছিলাম। দারুণ দারুণ গল্প নিয়ে কাজ করে সে। আর সিনেমাটোগ্রাফার হিসেবে তো সে অতুলনীয়। তার প্রথম নির্মিত সিনেমা “ট্রাইব্যুনাল”র সঙ্গে যুক্ত হয়ে ভালো লাগছে। সিনেমাটির গল্প অসাধারণ। চট্টগ্রামে ঘটে যাওয়া বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হচ্ছে সিনেমাটি। এই সিনেমাটি এমন এক হত্যাকাণ্ড ও বিচার প্রক্রিয়ার গল্প বলে, যা একসময় ভাইরাল হলেও সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসেছিল অসংখ্য অজানা সত্যের ভিড়ে। সিনেমাটি মূলত দেশের সেসব নারীদের কণ্ঠস্বর, যাদের গল্প কখনও শিরোনাম হয় না। সব মিলিয়ে দারুণ একটি গল্পের কাজ হচ্ছে।’
নির্মাতা রায়হান খান জানিয়েছেন, এরই মধ্যে সিনেমার ৯০ শতাংশ শুটিং শেষ হয়েছে।
‘ট্রাইব্যুনাল’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, মিলন ভট্টচার্য, শাহেদ আলী, অশোক ব্যাপারী, সাবেরী আলম, উপমা প্রমুখ। নাইন্টিজ প্রডাকশনের ব্যানারে সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে।
