Home সারাদেশটেকনাফের গহীন পাহাড় থেকে নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

টেকনাফের গহীন পাহাড় থেকে নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

by Akash
০ comments

কক্সবাজারের টেকনাফ সীমান্ত উপজেলার বাহারছড়ার গহীন পাহাড় থেকে নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তাদের মালয়েশিয়া পাঠানোর কথা বলে টেকনাফের গহীন পাহাড়ে জিম্মি করে রেখেছিল। পরিকল্পনা ছিল সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ উপকূল থেকে বোটে করে মালয়েশিয়া পাঠানো। এ সময় নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায়েরও চেষ্টা চলছিল।

অভিযানকালে পাচারকারীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাচারকারীদের ধরতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সিয়াম-উল-হক।

You may also like

Leave a Comment