Home সারাদেশটাঙ্গাইলকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে মহাসড়ক অবরোধ

by The Desh Bangla
০ comments

টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোলচত্বর এলাকায় ছাত্র-জনতা অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এই বিক্ষোভ শুরু হলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

অবরোধকারীরা ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন। তারা ‘টাঙ্গাইলকে ঢাকা বিভাগেই রাখতে হবে’ স্লোগান দেন এবং মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

অবরোধকারীরা অভিযোগ করেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করা হয়েছে এবং এ সংক্রান্ত নতুন ম্যাপও ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

তারা দাবি করেন, “কোনোভাবেই টাঙ্গাইল জেলাকে ভাগ করা যাবে না। ঢাকা বিভাগেই রাখতে হবে, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।”

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, “প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান নিশ্চিত করেছেন, বিক্ষোভকারীদের দাবির বিষয়টি প্রশাসনের উচ্চ পর্যায়ে জানানো হবে।

You may also like

Leave a Comment