Home সারাদেশঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

by Akash
০ comments

ঝিনাইদহের সদর উপজেলায় খালের পানিতে ডুবে লামিম হোসেন (৫) ও আপন হোসেন (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে মাছ ধরতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও মৃতের স্বজনরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে লামিম ও তার মামাতো ভাই আপন দোগাছি গ্রামের পাশের খালে বরশি দিয়ে মাছ ধরতে যায়। একপর্যায়ে তারা দুজনই খালের পানিতে পড়ে গিয়ে স্রোতে ভেসে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে পারিবারিকভাবে তাদের দাফন করা হবে।

You may also like

Leave a Comment