উত্তর আফ্রিকার দেশ মরক্কো এখন জেন-জি (Gen-Z) প্রজন্মের বিক্ষোভে উত্তাল। বেকারত্বের অবসান, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা পরিষেবার মান বৃদ্ধির দাবিতে টানা এক সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভ দেশটির অন্তত ১১টি শহরে ছড়িয়ে পড়েছে।
তরুণ-তরুণীদের বিক্ষোভে নামার আহ্বান জানাতে টিকটক, ইনস্টাগ্রাম এবং গেমিং অ্যাপগুলোতে প্রচারণা চালাচ্ছে জেন-জি টু-ওয়ান-টু (Gen-Z 212) নামের একটি নতুন সংগঠন।
আয়োজকদের পক্ষ থেকে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানানো হলেও, মঙ্গলবার ও বুধবারের বিক্ষোভে পুলিশি দমন-পীড়ন দেখা যায়। এর জেরে সৃষ্ট সহিংসতায় পুলিশের গুলিতে তিনজন নিহত হন।
তবে, বৃহস্পতিবার রাবাত, কাসাব্লাঙ্কা, মারাকেশ ও আগাদিরের মতো প্রধান শহরগুলোতে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
বিক্ষোভের শুরুতে স্লোগানগুলো সামাজিক সংস্কার যেমন—’মানুষ স্বাস্থ্য ও শিক্ষা চায়’—এর মধ্যেই সীমাবদ্ধ থাকলেও, দ্রুতই তা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে পরিণত হয়।
শান্তিপূর্ণ সমাবেশের পরই সম্প্রতি গঠিত জেন-জি ২১২, সরাসরি বাদশাহ ষষ্ঠ মোহাম্মদের কাছে বর্তমান সরকার ভেঙে দেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে। গোষ্ঠীটি জানায়, মরক্কোর সাংবিধানিক অধিকার রক্ষা এবং তাদের সামাজিক চাহিদা পূরণে সরকার ব্যর্থ হয়েছে। একই সাথে তারা দুর্নীতির জন্য দায়ীদের বিচারের জন্য একটি ন্যায্য বিচার প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছে।
প্রধানমন্ত্রী আজিজ আখানুশ আলোচনার জন্য প্রস্তুত বলে জানালেও, জেন-জি ২১২ মনে করে ব্যবসায়ী-প্রধান এই সরকারই দেশটির গভীর বৈষম্যের প্রতীক।
বিক্ষোভের মুখে সরকার প্রথম দিকে গণগ্রেপ্তার ও নীরবতা অবলম্বন করলেও, এখন তারা সমাবেশের অনুমতি দিয়েছে এবং উচ্চপদস্থ কর্মকর্তারা জনসমক্ষে তাদের ব্যর্থতা স্বীকার করতে শুরু করেছেন:
বুধবার স্বাস্থ্যমন্ত্রী আমিন তেহরাউই স্বীকার করেন যে স্বাস্থ্য সংস্কার সত্ত্বেও সাফল্য অপর্যাপ্ত।
আবাসন মন্ত্রী ফাতিমা জাহরা মানসৌরি আরও কঠোরভাবে ব্যর্থতা মেনে নিয়ে বলেছিলেন, “আমরা ব্যর্থ হয়েছি। আমরা যদি সফল হতাম তবে আজ এই ক্ষোভও বজায় থাকত না।”
জেন-জি ২১২, যাদের ডিসকর্ড পেজে সদস্য সংখ্যা মাত্র দেড় লক্ষ, তারা নিজেদের অরাজনৈতিক দাবি করে সরকারের ওপর চাপ বাড়াচ্ছে। কাসাব্লাঙ্কার একজন ব্যবসায়ী লা মঁদ-কে বলেছেন, প্রধানমন্ত্রী আখানুশকে বরখাস্ত করাই হলো রাজপ্রাসাদের হাতে থাকা একমাত্র উপায়, যা বিক্ষোভকারীদের দাবির প্রতি তাৎক্ষণিকভাবে সাড়া দিতে পারে।
