জুলাই সনদ বাস্তবায়নের উপায় খুঁজতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হওয়া এ বৈঠকে বিএনপি, জামায়াত, এনসিপি, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।
কমিশনের দ্বিতীয় দফার আলোচনায় বেশিরভাগ বিষয়ে সমঝোতা হলেও সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ভিন্নমত দেখা দেয়। বিএনপি, জামায়াত ও এনসিপি এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে। দলগুলোর মতামত ও কমিশনের খসড়া প্রস্তাব কয়েক দফা আদান-প্রদানের পরও জুলাই সনদের আইনি ভিত্তি চূড়ান্ত হয়নি।
কমিশনের মেয়াদ শেষ হওয়ার পর ১৫ সেপ্টেম্বর রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়। নতুন মেয়াদ বলবৎ থাকবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।
আজকের বৈঠকে কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত রয়েছেন।
