চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-অগাস্ট) দেশে রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময়ে রাজস্ব আদায় আগের বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৯৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা।
তবে এ প্রবৃদ্ধি সত্ত্বেও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। জুলাই-অগাস্টের জন্য লক্ষ্যমাত্রা ছিল ৬১ হাজার ২৬ কোটি টাকা, যা থেকে প্রায় ৬ হাজার ৫৭৭ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে।
ভ্যাট খাত: সর্বোচ্চ রাজস্ব আদায় হয়েছে ভ্যাট থেকে। এ খাতের প্রবৃদ্ধি হয়েছে ৩৩ দশমিক ১৩ শতাংশ। আদায় হয়েছে ২২ হাজার ৪৩৭ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রা (২১ হাজার ৪০৯ কোটি টাকা) ছাড়িয়ে গেছে।
কাস্টমস খাত: আদায় হয়েছে ১৭ হাজার ২৪৮ কোটি টাকা, প্রবৃদ্ধি ৬ দশমিক ৬১ শতাংশ। তবে লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার ২১১ কোটি টাকা।
আয়কর খাত: প্রবৃদ্ধি হয়েছে ২৩ দশমিক ০৯ শতাংশ। এ খাতে আদায় হয়েছে ১৪ হাজার ৭৩৮ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রা ১৯ হাজার ৩৭৯ কোটি টাকার চেয়ে কম।
একক মাসের চিত্র (অগাস্ট ২০২৪)
অগাস্ট মাসে এককভাবে রাজস্ব আদায় হয়েছে ২৭ হাজার ১৭৪ কোটি টাকা, প্রবৃদ্ধি ১৭ দশমিক ৬৯ শতাংশ।
চলতি অর্থবছরের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। এর মধ্যে জুলাই-অগাস্টে অর্জিত প্রবৃদ্ধি ইতিবাচক হলেও, লক্ষ্যমাত্রা পূরণে এখনও বড় ঘাটতি রয়েছে বলে জানিয়েছে এনবিআর।
