Home সারাদেশজাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

by Akash
০ comments

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণ ও বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠক শেষে নয় দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে তাকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গত ২৩ সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্কে পৌঁছান। সফরসঙ্গী ছিলেন ছয় রাজনৈতিক নেতা—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির হুমায়ুন কবির, জামায়াতের সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপি নেতা আখতার হোসেন ও ডা. তাসনিম জারা, আর যুক্তরাষ্ট্র থেকে যোগ দেন জামায়াত নেতা নকিবুর রহমান তারেক।

২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ আলোচনায় বক্তব্য দেন ড. ইউনূস। তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের সুষ্ঠু নির্বাচন আয়োজন, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকটের সমাধান নিয়ে সরকারের অঙ্গীকার তুলে ধরেন।

জাতিসংঘে আয়োজিত রোহিঙ্গা ও সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা দিয়ে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনকে একমাত্র সমাধান বলে উল্লেখ করেন তিনি। এ সময় তিনি সাত দফা প্রস্তাব উপস্থাপন করেন।

সফরের ফাঁকে তিনি নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা, বেলজিয়ামের রানি ম্যাথিল্ড, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ একাধিক রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেন। এছাড়া আলবেনিয়া, কসোভো, বতসোয়ানা, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ইতালি ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়।

এ ছাড়া ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, ডব্লিউএইচও মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুস, বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট অজয় বঙ্গা, ডব্লিউটিও মহাপরিচালক এনগোজি অকোনজো-ইওয়েলা, প্যারিসের মেয়র অ্যানে হিদালগো এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা তার সঙ্গে সাক্ষাৎ করেন।

সফরকালে নিউ ইয়র্কে আয়োজিত থেয়ারওয়ার্ল্ডের বার্ষিক গ্লোবাল এডুকেশন ডিনারে ড. ইউনূসকে দেওয়া হয় ‘আনলক বিগ চেইঞ্জ অ্যাওয়ার্ড’।

নয় দিনের এই সফর শেষে দেশে ফিরে প্রধান উপদেষ্টা নতুন করে সংস্কার ও কূটনৈতিক কার্যক্রমে মনোযোগ দেবেন বলে দপ্তর সূত্রে জানা গেছে।

You may also like

Leave a Comment