Home বাংলাদেশচোর সন্দেহে কুকুর লেলিয়ে যুবককে নির্যাতন, আটক ৩

চোর সন্দেহে কুকুর লেলিয়ে যুবককে নির্যাতন, আটক ৩

by Akash
০ comments

কুমিল্লার বুড়িচংয়ে ময়নামতি এলাকায় চুরির সন্দেহে এক যুবককে আটক করে স্থানীয় কয়েকজন যুবক। পরে ওই যুবকরা কুকুর লেলিয়ে অমানবিক নির্যাতন করে তাকে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে র‌্যাব-১১।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত থেকে ঘটনাটি ৩১ সেকেন্ডের ভিডিও আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্তদের গ্রেফতারের দাবি ওঠে। সমালোচনাও করেন অনেকে।

ভুক্তভোগী যুবকের নাম জয় চন্দ্র সরকার (২৬)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিতলপাড়া গ্রামের বিষ্ণু নমের ছেলে।

জানা যায়, র‍্যাব-১১, সিপিসি ২ কুমিল্লার একটি দল ঘটনার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। র‍্যাব কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, নগরীর শাকতলা র‍্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

You may also like

Leave a Comment