Home শিক্ষাচাকসু নির্বাচন: দ্বিতীয় দিনে ১৪১ জনের মনোনয়নপত্র সংগ্রহ

চাকসু নির্বাচন: দ্বিতীয় দিনে ১৪১ জনের মনোনয়নপত্র সংগ্রহ

by The Desh Bangla
০ comments

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে ১৪১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

তফসিল অনুযায়ী গতকাল (১৪ সেপ্টেম্বর) শুরু হওয়া মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলবে আগামীকাল (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

দ্বিতীয় দিনে কেন্দ্রীয় সংসদের জন্য ৭১ জন প্রার্থী এবং হল সংসদের জন্য ৭০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ছাত্র হল থেকে ২৫ জন এবং ছাত্রী হল থেকে ৪৫ জন প্রার্থী ফরম নেন।

আজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চবি শাখার নেতারা এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে তাদের দলীয় প্যানেল এখনো ঘোষণা করা হয়নি। অন্যদিকে ছাত্রশিবিরের কোনো নেতা এখনো মনোনয়নপত্র নেননি।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, “পুরো ক্যাম্পাসজুড়ে আমরা উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছি। আমরা আশাবাদী, একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও শিক্ষার্থীবান্ধব চাকসু নির্বাচন উপহার দিতে পারব।”

উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত চাকসু নির্বাচন। এতে ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী।

You may also like

Leave a Comment