Home রাজনীতিগণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে ২৭০ অ্যাম্বাসেডর নিয়োগ দেবে এনসিপি

গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে ২৭০ অ্যাম্বাসেডর নিয়োগ দেবে এনসিপি

by Akash
০ comments

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সংগঠিত প্রচারণায় নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে দেশব্যাপী ২৭০ জন অ্যাম্বাসেডর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সম্প্রতি এনসিপির নির্বাচনী পরিচালনা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, যেসব আসনে এনসিপির নিজস্ব প্রার্থী থাকবেন, সেখানে সংশ্লিষ্ট প্রার্থীর নেতৃত্বেই গণভোটের প্রচারণা চলবে। আর যেসব আসনে দলীয় প্রার্থী নেই, সেসব এলাকায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মাঠে কাজ করতে আলাদা ২৭০ অ্যাম্বাসেডর বা প্রতিনিধি নিয়োগ করা হবে। যার নেতৃত্বে থাকবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সংসদ নির্বাচনের প্রস্তুতি, গণভোটের প্রচারণা, মাঠপর্যায়ের সমন্বয়, মিডিয়া কার্যক্রম ও মনিটরিং জোরদার করতে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত ৯ জানুয়ারি রাতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন ৩১ সদস্যের এই নতুন কমিটির অনুমোদন দেন। 

কমিটির চেয়ারম্যান করা হয় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পান মনিরা শারমিন।

চেয়ারম্যান ও সেক্রেটারি ছাড়াও কমিটিতে ২৯ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন- ব্যারিস্টার ওমর ফারুক, নুসরাত তাবাসসুম জ্যোতি, তানজিল মাহমুদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, আকরাম হুসাইন, আলাউদ্দীন মোহাম্মদ, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, সাগুফতা বুশরা মিশমা, ফয়সাল মাহমুদ শান্ত, তাহসীন রিয়াজ, লে. কর্নেল (অব.) মো. সাব্বির রহমান, সাদিয়া ফারজানা দিনা, ফরহাদ সোহেল, আবু সায়েদ লিয়ন, হামযা ইবনে মাহবুব, রাসেল আহমেদ, মেজবাহ উদ্দীন, মো. শওকত আলী, মাজহারুল ফকির, আবু বাকের মজুমদার, অ্যাডভোকেট সাকিল আহমাদ, সাইফ ইবনে সারোয়ার, কৈলাশ চন্দ্র রবিদাস, নাভিদ নওরোজ শাহ্, সরদার আমিরুল ইসলাম সাগর,ইয়াসির আহমেদ ও আয়মান রাহাত।

দলীয় নেতারা বলছেন, পরিকল্পিত এই কর্মসূচির মাধ্যমে গণভোট নিয়ে জনসচেতনতা বাড়বে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে শক্ত জনমত গড়ে তোলা সম্ভব হবে।

You may also like

Leave a Comment