১১
খুলনার দৌলতপুরে ঘুমন্ত অবস্থায় জানালা দিয়ে গুলি করে এক যুবককে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত তানভীর হোসেন শুভ (২৮) মহেশ্বরপাশা পশ্চিমপড়া এলাকার আবুল বাশারের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং সম্প্রতি বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন।
দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, শুভর মা ও ছোট ভাই একই ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় বাসার থাই গ্লাসের জানালার ফাঁক দিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মাথায় দুটি ও হাতে একটি গুলি লাগে তার।
অবস্থা গুরুতর হলে স্বজনরা দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শুভর মৃত্যু হয়।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
