বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
আহমেদ আজম খান বলেন, ‘বেগম জিয়ার অবস্থা আবারও ক্রিটিক্যাল। গতকাল (রোববার) রাত থেকে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে।’
এদিকে সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দলীয় প্রধানের গুরুতর অসুস্থতার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘চেয়ারপারসন বর্তমানে অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। দেশি-বিদেশি সব চিকিৎসককে যুক্ত রেখেই তার চিকিৎসা কার্যক্রম চলছে।’
তিনি আরও বলেন, ‘ম্যাডামের চিকিৎসার বিষয়টি ডা. জাহিদের তত্ত্বাবধানে রয়েছে। তিনি বিস্তারিত বলতে পারবেন। আমি শুধু এটুকু বলব, সারা দেশের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছেন। আমরা তার জন্য দোয়া চাইছি, আল্লাহ তায়ালা যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।’
উল্লেখ্য, ৮০ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।