Home ফিচারখানা’স ও ফুডির ‘খাও দাও জিতে নাও’ ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ

খানা’স ও ফুডির ‘খাও দাও জিতে নাও’ ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ

by The Desh Bangla
০ comments

বাংলাদেশের জনপ্রিয় ফাস্ট-ফুড চেইন খানা’স (Khana’s) এবং ডিজিটাল ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডি (Foodi)-র যৌথ উদ্যোগে আয়োজিত মেগা ক্যাম্পেইন ‘খাও দাও জিতে নাও’, জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আয়োজিত এই অনুষ্ঠানে ক্যাম্পেইনের দুই মাসের সর্বোচ্চ ভ্যালু অর্ডারকারীর (মোঃ দাউদ উল ইসলাম) হাতে গ্র্যান্ড প্রাইজ iPhone 17 Pro ও ডিসেম্বরের সর্বোচ্চ ভ্যালু অর্ডারকারীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। উক্ত পুরষ্কার বিতরনীতে উপস্থিত ছিলেন খানা’স থেকে এহসান আহমেদ (চেয়ারম্যান) ও শাহীন মাহমুদ (ম্যানেজিং ডিরেক্টর), ফুডি থেকে শাহনেওয়াজ মান্নান (সিওও) ও নওরোজ ইভান (এসিস্ট্যান্ট ম্যানেজার) এবং দি ফ্র‍্যাঞ্চাইজ ম্যানেজমেন্ট কোম্পানি লি: থেকে আব্দুল মতিন সোহেল (সিইও) ও নাজমুস সাকিব (সিওও)।

গত ২৪ অক্টোবর থেকে শুরু হয়ে ২৪ ডিসেম্বর পর্যন্ত চলা এই ক্যাম্পেইনটি ছিল ফুড লাভারদের জন্য বছরের অন্যতম বড় আকর্ষণ। এই সময়ে ফুডি অ্যাপের মাধ্যমে খানা’স-এর যেকোনো খাবার অর্ডারে গ্রাহকরা পেয়েছেন ফ্ল্যাট ২০% ডিসকাউন্ট। খাবারের স্বাদের পাশাপাশি আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ থাকায় ক্যাম্পেইনটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

২০১২ সালে ছোট পরিসরে যাত্রা শুরু করা খানা’স বর্তমানে বাংলাদেশের ফুড লাভারদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে সারাদেশে খানা’স-এর ২২টি আউটলেট রয়েছে। নিজস্ব রেসিপির বার্গার, স্যান্ডউইচ এবং সিগনেচার কোল্ড কফির জন্য পরিচিত এই ব্র্যান্ডটি সবসময় মান ও স্বাদের দিকে আপোষহীন। এই ক্যাম্পেইনের মাধ্যমে খানা’স গ্রাহকের সাথে সম্পর্কের আস্থা আরো বাড়িয়েছে।

ফুডি (Foodi) টেক-সলিউশন হিসেবে এই ক্যাম্পেইনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফুডি অ্যাপের সহজ ইন্টারফেস এবং দ্রুত ডেলিভারি সিস্টেমের কারণে গ্রাহকরা ঘরে বসে সহজেই খানা’স-এর স্বাদ নিতে পেরেছেন। ফুডি-র লক্ষ্য কেবল খাবার পৌঁছে দেওয়া নয়, বরং গ্রাহকদের জন্য ডিজিটাল অভিজ্ঞতাকে আনন্দদায়ক করা, যা এই ক্যাম্পেইনের মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে।

You may also like

Leave a Comment