Home সারাদেশকেরানীগঞ্জে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ৪

কেরানীগঞ্জে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ৪

by Akash
০ comments

রাজধানীর কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

নিহতরা হলেন—নয়ন (২৫) ও খাইরুল ইসলাম (৩৮)। আহতরা হলেন—শামসুল হক (৭৮), স্বর্ণা (১৯), তারেক (২৯) এবং এক অজ্ঞাতপরিচয় যুবক (২৬)।

আহত অবস্থায় ছয়জনকে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নয়ন ও খাইরুলকে মৃত ঘোষণা করেন। বাকি চারজন বর্তমানে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত নয়নের বাড়ি কেরানীগঞ্জ থানার সোনাকান্দা গ্রামে, তার বাবার নাম আনু মিয়া। খাইরুল ইসলাম একই এলাকার মো. ইউনুসের ছেলে। আহত শামসুল হক কেরানীগঞ্জের কামার্তা গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। আহত স্বর্ণার বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার দিলবাড়ি গ্রামে, তার বাবার নাম মো. সিবরুল হোসেন।

You may also like

Leave a Comment