বাজার স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহকে সহায়তা দিতে বাজার থেকে নিয়মিত ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। গতকাল আরও প্রায় সাড়ে ২২ কোটি ডলার কেনা হয়েছে। এতে চলতি অর্থবছরে বাজার থেকে কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনার পরিমাণ ৩৫০ কোটি ডলার ছাড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গতকাল ১৪টি ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ ডলার কেনা হয়। প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। এ নিয়ে জানুয়ারি মাসে ডলার কেনা হয় ৪১ কেটি ১০ লাখ ডলার। রপ্তানিকারক ও প্রবাসীদের স্বার্থরক্ষায় দাম ধরে রাখতে গত জুলাই থেকে নিয়মিত ডলার কেনার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। প্রাপ্ত তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের এখন পর্যন্ত মোট ৩৫৪ কোটি ৬৫ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
আইএমএফের ঋণচুক্তির শর্তপূরণের অংশ হিসেবে গত মে মাসে ডলারের বাজারভিত্তিক বিনিময় হার পদ্ধতি চালু করে বাংলাদেশ ব্যাংক। এর পর থেকে ব্যাংকগুলো চাহিদা ও জোগানের ভিত্তিতে ডলারের দাম নির্ধারণ করছে।
