Home বিনোদনকেউ যেন বিপদে ফেলতে না পারে: সালমা

কেউ যেন বিপদে ফেলতে না পারে: সালমা

by The Desh Bangla
০ comments

কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা প্রথম বিয়ে করেন দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকে, ২০১১ সালে। বনিবনা না হওয়ায় সেই সংসার ভেঙে যায় ২০১৬ সালে। প্রথম সংসারে তাদের রয়েছে একমাত্র কন্যাসন্তান স্নেহা।

এর তিন বছর পর আইনজীবী সানাউল্লাহ নূরেকে বিয়ে করেন সালমা। ৭ বছরের মাথায় সেই সংসারেরও ইতি ঘটে সম্প্রতি। বিচ্ছেদের ঘটনা প্রকাশ্যে আসার পর সালমা তার প্রথম সন্তান স্নেহাকে নিয়ে দীর্ঘ একটি ফেসবুক পোস্ট দেন। মূলত, গতকাল ৩১ ডিসেম্বর স্নেহার জন্মদিন ছিল। আর এজন্যই গায়িকার এই আবেগমাখা পোস্ট।

সালমা লিখেছেন, ‘আজকে আমার স্নেহার জন্মদিন আমার বড় কন্যার। তুমি আমার প্রথম সন্তান। এই দিনে আমার কোল আলো করে এসেছিলে তুমি। তোমার মুখটা দেখার পর জীবন আমার পরিপূর্ণ হয়েছিল। কি মায়া ভরা মুখ, আমার কলিজা আমার আত্মা আমার নয়নের মণি। খুব ছোট বয়সে মা হয়ে ছিলাম, আমি নিজে বাচ্চা ছিলাম তখন। তোমাকে কেমন করে কোলে নেব, নরম শরীরে ব্যথা পাও যদি। কী যে করেছি পাগলামি; আমি জানি শুধু আর তোমার নানি জানে।’

তিনি আরও বলেন, ‘মাগো এই নিষ্ঠুর দুনিয়াতে আমি কিছুই চাই না। এখন চাই তুমি আর তোমার বোন সাফিয়া সব সুখ শান্তি পাও এই জীবনে। বাবার মুখ উজ্জল করো অনেক বড় হও। আকাশের মতো বিশাল হও, কেউ যেন আঙুল তুলে সহজে বলতে না পারে কিছু মেয়ে বলে। আমি দোয়া করি তোমরা দুই বোন নিজেকে আলো রূপে তৈরি করবে। বাবা-মা চিরজীবন দুনিয়াতে থাকবে না। একদিন ওই পরপারে চলে যেতে হবে। কেউ যেন বিপদে না ফেলতে পারে।’

মেয়েদের নিয়ে সালমা আরও লিখেছেন, ‘নিজেকে এমনভাবে তৈরি করবে যাতে তোমার চলার রাস্তা সহজ হয়। নিজেকে আলো তৈরি করবে যাতে বিপদ আসলে পথ দেখে চলতে পারো। অন্যকে বিশ্বাস করে আলো বানাবে না। অন্ধকারে সে ফেলে গেলে জীবন চলতে কঠিন হবে। নিজে আলো হলে যত বাধা আসুক নিজের আলোতে ঠিক পথ খুঁজে পাবে। মাগো আল্লাহ তোমাকে সব সুখ শান্তি দান করুক। তুমি ভালো থাকলে আমার দুনিয়া সুখের জান্নাত।’

You may also like

Leave a Comment