Home আন্তর্জাতিককাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে আটক আরও এক মার্কিন নাগরিকের মুক্তি

কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে আটক আরও এক মার্কিন নাগরিকের মুক্তি

by Akash
০ comments

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান কাতারের মধ্যস্থতায় আরও একজন মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে। ওয়াশিংটনের জিম্মি দূত অ্যাডাম বোহেলারের সফরের পর গত রোববার (২৮ সেপ্টেম্বর) ওই মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয় বলে মার্কিন সরকার নিশ্চিত করেছে।

রয়টার্সের খবরে বলা হয়, মুক্তিপ্রাপ্ত ওই ব্যক্তির নাম আমির আমিরি, যিনি ২০২৪ সালের ডিসেম্বর থেকে আফগানিস্তানে আটক ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে এক সরকারি সূত্র জানিয়েছে, কাতারের মধ্যস্থতার মাধ্যমে মুক্তির পর আমিরি রোববার সন্ধ্যায় দোহার উদ্দেশে রওনা দেন।

সূত্রটি আরও জানায়, আমিরি প্রায় আট মাস ধরে এক ব্রিটিশ দম্পতির সঙ্গে আটক ছিলেন। এ বছর কাতারের মধ্যস্থতায় তালেবানের কাছ থেকে মুক্তিপ্রাপ্ত তিনি পঞ্চম মার্কিন নাগরিক।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, “আমিরির মুক্তিতে সহায়তা করার জন্য আমি কাতারকে ধন্যবাদ জানাই। প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন—বিদেশে অন্যায়ভাবে আটক প্রতিটি মার্কিন নাগরিক দেশে ফিরে না আসা পর্যন্ত আমাদের প্রচেষ্টা থামবে না।”

এই মুক্তির ঘটনাটি এমন সময় ঘটল যখন এর এক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানদের কাছে বাগরাম বিমানঘাঁটির নিয়ন্ত্রণ ফেরত চেয়ে সতর্ক বার্তা দেন। তিনি হুমকি দেন, এ দাবি মানা না হলে আফগানিস্তানের জন্য ‘খারাপ কিছু’ ঘটবে। ট্রাম্পের এই সতর্কবার্তার পরেই বিশেষ দূত অ্যাডাম বোহেলার কাবুল সফর করেন।

এদিকে, এখনও আটক থাকা আহমেদ হাবিবির ভাই এক বিবৃতিতে বলেছেন, প্রশাসন তাঁকে বারবার আশ্বাস দিয়েছে যে হাবিবিকেও মুক্ত করা হবে। তবে আফগানিস্তানের তালেবান সরকার দাবি করেছে, তারা হাবিবিকে আটক করেনি। হাবিবি আফগান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক প্রধান ছিলেন।

উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে অভিযানের সময় বাগরাম বিমানঘাঁটি মার্কিন সেনাদের অন্যতম প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। ২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহার ও কাবুলে মার্কিনপন্থি সরকারের পতনের পর ঘাঁটিটি তালেবানদের নিয়ন্ত্রণে চলে যায়।

You may also like

Leave a Comment