কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি স্কুলবাস গভীর খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার সময় বাসটিতে শিশু ও প্রাপ্তবয়স্কসহ মোট ৪৫ জন যাত্রী ছিলেন।
রোববার (১৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আনতিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ক্যারিবীয় উপকূলীয় শহর টোলু থেকে মেডেলিনের উদ্দেশে যাত্রা করা বাসটিতে লিসেও আনতিওকেনো হাই স্কুলের শিক্ষার্থীরা ছিলেন।
গভর্নরের ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থীরা সমুদ্রসৈকতে গ্র্যাজুয়েশন উদযাপন শেষে ফিরছিলেন। ডিসেম্বরের এমন সময়ে ঘটে যাওয়া এই দুর্ঘটনাকে তিনি পুরো এলাকার জন্য “অত্যন্ত হৃদয়বিদারক” বলে উল্লেখ করেন।
স্থানীয় সংবাদমাধ্যম এল কলোম্বিয়ানো জানায়, ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে রেমেদিওস ও সারাগোসা সংযোগকারী সড়কের এল চিসপেরো এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তথ্যে জানা গেছে, বাসটি প্রায় ৮০ মিটার গভীর খাদে গড়িয়ে পড়ে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও তদন্তাধীন।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভ্রমণটি বিদ্যালয়ের আনুষ্ঠানিক কোনো কর্মসূচির অংশ ছিল না; শিক্ষার্থীরাই ব্যক্তিগত উদ্যোগে এটি আয়োজন করেছিলেন। নিহতদের মধ্যে বাসচালক জনাতান তাবোর্দা কোকাকোলোর নামও রয়েছে। তিনি পর্যটন পরিবহন সংস্থা প্রিকালচারের হয়ে কাজ করতেন। আনতিওকিয়া পর্যটন নেটওয়ার্ক তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
সেগোভিয়ার মেয়র এডউইন কাস্তানেদা জানান, আহতদের বয়স ১৬ থেকে ২৭ বছরের মধ্যে। তাদের সেগোভিয়া ও রেমেদিওসের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেমেদিওসের সান ভিসেন্তে দে পল হাসপাতালে ১৬ জন আহত চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক ও ১২ জন কিশোর।
দুর্ঘটনার পর লিসেও আনতিওকেনো হাই স্কুল সামাজিক যোগাযোগমাধ্যমে এক শোকবার্তায় জানায়, শিক্ষার্থী ও তাদের পরিবারের এই অপূরণীয় ক্ষতিতে তারা গভীরভাবে শোকাহত। শোকের প্রতীক হিসেবে স্কুলটি তাদের প্রোফাইল ছবিতে কালো ফিতা যুক্ত করেছে।
এদিকে জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, রেমেদিওস পৌরসভার আওতাধীন সেগোভিয়া–আনতিওকিয়া মহাসড়কে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় তারা গভীর দুঃখ প্রকাশ করছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও হতাহতের সঠিক সংখ্যা নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে সংস্থাটি।
বিবৃতিতে পরিবহন মন্ত্রণালয় ও জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা সবাইকে ট্রাফিক আইন মেনে চলা এবং ঝুঁকিপূর্ণ আচরণ পরিহারের আহ্বান জানিয়েছে।
সূত্র: ডেইলি মেইল
