Home সারাদেশকর্ণফুলীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান শুরু

কর্ণফুলীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান শুরু

by Akash
০ comments

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। শনিবার (৪ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার কলেজ বাজার ও ব্রিজঘাট বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলীম।

তিনি জানান, “৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে। এই সময়ে নদীতে সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এটি সরকারের নির্দেশনা, সবাইকে তা মেনে চলতে অনুরোধ জানানো হচ্ছে।”

উপজেলা মৎস্য কর্মকর্তা আরও বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সারা দেশে ২২ দিনের বিশেষ অভিযান চলছে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ।

আইন অমান্যকারীদের ন্যূনতম এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে বলেও জানান তিনি।

You may also like

Leave a Comment