বিশাল ভরদ্বাজ এবং শহিদ কাপুর জুটি মানেই পর্দায় দারুণ রসায়ন। সামাজিক মাধ্যমে গতকাল তাদের নতুন সিনেমা ‘ও রোমিও’র প্রথম লুক প্রকাশ করে ভক্তদের মাঝে রীতিমতো উন্মাদনা তৈরি করেছেন। প্রথম পোস্টারেই শহিদকে দেখা যাচ্ছে একদম বিধ্বংসী এবং হিংস্র অবতারে। সারা শরীরে রক্ত ও কাদামাখা, মুখে এক ভয়াবহ গর্জন আর চোখে উন্মাদ হাসি- সব মিলিয়ে এক ভয়ানক আকর্ষণীয় লুক। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে শহিদের সারা শরীরের বিচিত্র সব ট্যাটু।
জানা গেছে, এই ট্যাটুগুলো কেবল সাজসজ্জার অংশ নয়, বরং চরিত্রের অতীতের গভীর ক্ষত এবং মানসিক যন্ত্রণার এক নীরব প্রতীক। পরিচালক বিশালের চিরচেনা ডার্ক এবং ইনটেন্স থ্রিলারের ছাপ এখানে স্পষ্ট।
সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই সিনেমায় শাহিদের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন হালের সেনসেশন তৃপ্তি দিমরি এবং বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর। এটি এই অভিনেতা-পরিচালক জুটির চতুর্থ কাজ, এর আগে তারা ‘কামিনে’, ‘হায়দার’ এবং ‘রঙ্গুন’-এর মতো কালজয়ী সব সিনেমা উপহার দিয়েছেন।
পোস্টারের সঙ্গে সিনেমার মুক্তির তারিখও চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভ্যালেন্টাইন সপ্তাহেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। রোমান্টিক ও ডার্ক অ্যাকশন থ্রিলার দর্শকদের জন্য এক নতুন ধরনের অভিজ্ঞতা নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। আজ ১০ জানুয়ারি সিনেমার প্রথম টিজার মুক্তি পাওয়ার কথা রয়েছে, যা নিয়ে সিনেমাপ্রেমীদের প্রতীক্ষার পারদ এখন তুঙ্গে।
