Home খেলাওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে গেলেন আফগান পেসার মোহাম্মদ সালিম

ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে গেলেন আফগান পেসার মোহাম্মদ সালিম

by Akash
০ comments

শারজায় বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হওয়ার পর এবার ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান। কুঁচকির মাংসপেশিতে অতিরিক্ত চাপ অনুভব করায় বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার মোহাম্মদ সালিম।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) গতকাল রাতে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। টিম ফিজিও পরীক্ষা করে দেখেছেন যে প্রথম ওয়ানডেতে সালিম খেলার মতো অবস্থায় নেই। তিনি এখন এসিবির হাই পারফরম্যান্স সেন্টারে পুনর্বাসনপ্রক্রিয়া চালাবেন।

সালিমের পরিবর্তে রিজার্ভ বেঞ্চ থেকে ওয়ানডে সিরিজের দলে সুযোগ পেয়েছেন পেসার বিলাল সামি। তার আজ মূল দলে যোগ দেওয়ার কথা।

বিলাল সামি ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্ট ‘গাজী আমানুল্লাহ খান আঞ্চলিক ওয়ানডে টুর্নামেন্টে’ নজর কেড়েছিলেন। স্পিনঘর রিজিওনসের হয়ে তিনি ৪.৯৭ ইকোনমিতে ১০ উইকেট শিকার করেছিলেন।

সালিম আফগানিস্তানের হয়ে দুটি ওয়ানডে এবং একটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে কোনো উইকেট পাননি। অন্যদিকে, বিলাল সামি আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত শুধু একটি ওয়ানডে খেলেছেন।

ওয়ানডে সিরিজের সূচি:
বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগামীকাল আবুধাবিতে শুরু হবে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেও যথাক্রমে ১১ ও ১৪ অক্টোবর আবুধাবিতে অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ শারজায় টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে পরাজিত করে।

বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ওয়ানডে সিরিজের দল:
হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলখৈল, মোহাম্মদ নবি, নাঙ্গিয়াল খারোতি, রশিদ খান, এ এম গাজানফার, আবদুল্লাহ আহমাদজাই, বিলাল সামি, বশির আহমেদ।

You may also like

Leave a Comment