এশিয়া কাপে অবশেষে প্রথম জয় তুলে নিল সংযুক্ত আরব আমিরাত। আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে ওমানকে তারা ৪২ রানে হারায়।
১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই ধসে পড়ে ওমানের ব্যাটিং লাইনআপ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় নির্ধারিত ওভার খেলতে পারেনি তারা। শেষ পর্যন্ত ১৩০ রানে অলআউট হয় দলটি। ওমানের হয়ে যতিন্দর সিং (২০), আরিয়ান বিস্ট (২৪) ও বিনায়ক শুক্লা (২০) কিছুটা প্রতিরোধ গড়লেও তা যথেষ্ট হয়নি।
আমিরাতের বোলার জুনাঈদ সিদ্দিকী ছিলেন সবচেয়ে সফল। তিনি মাত্র ২৩ রান খরচায় ৪টি উইকেট তুলে নেন। তার দারুণ বোলিংয়েই মূলত জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে আমিরাত ৫ উইকেটে ১৭২ রানের সংগ্রহ পায়। ওপেনিং জুটিতেই আসে জোড়া অর্ধশতক। অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ৬৯ রান করেন ৬ চার ও ৩ ছক্কায়। তার সঙ্গী আলিশান শরাফু খেলেন ৩৮ বলে ৫১ রানের ইনিংস, যাতে ছিল ৭ চার ও ১ ছক্কা।
এই জয়ে গ্রুপ পর্বে টিকে থাকার লড়াইয়ে নতুন আশা পেল আমিরাত, অন্যদিকে টানা দ্বিতীয় হারের ফলে কঠিন চাপে পড়েছে ওমান।
